জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে থানা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে শোকজ করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল। শুক্রবার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার নির্দেশে এ শোকজ নোটিশ জারী করা হয়। সম্প্রতি মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের বিতর্কিত কমিটি গঠন ও ৪ জন নেতা পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
অভিযোগ রয়েছে, ওই কমিটি গঠনে চাকলাদার গোলাম সরোয়ারের হস্তক্ষেপ ছিল, বলে দলীয় নেতা কর্মিরা জানায়, অন্য দিকে অপর কযেকজন নেতা জানান, উপজেলা আহবায়কের কলেজ পর্যায় হস্তক্ষেপ থাকা দোষের কিছু দেখছিনা।