মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ের কালাডেবা সুইচ গেটে গোসল করতে নেমে মো. নিরব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় লামকুপাড়া এলাকার মো. লিটনের ছেলে এবং পঞ্চম শ্রেণির ছাত্র।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব তার বাবার বন্ধুর ছেলেসহ তিনজন মিলে কালাডেবা সুইচ গেটে ঘুরতে যায়। পরে তারা পানিতে নামলে নিরব নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে উদ্ধারকাজ শুরু হয়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গভীর পানিতে ডুবে নিরবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে