২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে পোশাক বিতরণ ও দোয়া মাহফিল

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ঢেউপাশায় অবস্থিত মাদরাসাতুন নূর আল- ইসলামিয়া’র উদ্যোগে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে এক বিশেষ ওয়াজ, পোশাক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে বয়ান পেশ করেন—

মাওলানা মুজাহিদুল ইসলাম (শ্রীমঙ্গলী), মুহাদ্দিস, দারুল উলূম মাদরাসা মৌলভীবাজার।

মাওলানা নুমানুর রশিদ তরফদার (নুমানী) সিলেট।

মাওলানা আব্দুর রহমান তরফদার খালেদ (ঢেউপাশী), পরিচালক, মাদরাসা

কাজী মাওলানা হারুনুর রশিদ, সহ-সভাপতি, মাদরাসা

প্রবীণ শিক্ষক, প্রফেসর মুহাম্মদ ফিরোজ মিয়া।

বক্তারা তাঁদের বয়ানে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনী, দাওয়াতি কার্যক্রম, মানবকল্যাণে তাঁর ত্যাগ-তিতিক্ষা ও চিরন্তন শিক্ষা থেকে শিক্ষার্থীদের প্রেরণা গ্রহণের আহ্বান জানান। তাঁরা ছাত্রদের উদ্দেশ্যে বলেন— কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনই হবে প্রকৃত সফলতার মূলভিত্তি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

এসময় বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানান— মাদরাসাতুন নূরুল ইসলামিয়া যাতে শিক্ষা ও ধর্মীয় দাওয়াতি কার্যক্রমে আরও অগ্রসর হতে পারে, সেজন্য সবাইকে প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top