১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ববি ছাত্রদলের বৃক্ষরোপণ

রবিউল, ববি প্রতিনিধি:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিম ও ফুলগাছ রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন। তিনি বলেন, “নানা সংগ্রামী ইতিহাস অতিক্রম করে বিএনপি ৪৭ বছরে পদার্পণ করেছে। দেশের সংকটময় সময়ে যখন শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বহু দলীয় গণতন্ত্র ফিরে আসে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের লড়াইয়ে বিএনপি সব সময় জাতির হাল ধরেছে।”

ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফেন হোসেন শান্ত বলেন, “বিএনপি একটি ইতিহাস ও ঐতিহ্যবাহী দল। দেশ যখনই সংকটে পড়েছে, গণতন্ত্র ও মানবাধিকার হরণ হয়েছে, তখনই বিএনপি দেশের মানুষের মুক্তির জন্য নেতৃত্ব দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফখরুদ্দিন–মইনুদ্দিন শাসনকাল এবং দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে বিএনপি সব সময় সামনের সারিতে থেকেছে।”

তিনি আরও বলেন, “এই ঐতিহ্যবাহী দল কখনোই আদর্শ, গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের মানুষের অধিকার থেকে সরে যায়নি।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিহাব,রকি, মোসারেফ, তৌসিফ, আজমাইন সাকিব, মাহামুদ ইমরান প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top