নিজস্ব প্রতিনিধি:
আয়কর বিভাগের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে ৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে করদাতার আয়কর নথির গোপনীয় কাগজপত্র হস্তান্তরের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সোমবার এক আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করে।
আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ঢাকার কর অঞ্চল-৫-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস অভিযোগমতো ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে একই কর অঞ্চলের ৯৩ নম্বর সার্কেলের করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধির কাছে গোপনীয় আয়কর নথি হস্তান্তর করেন। হস্তান্তরকৃত নথিগুলোর মধ্যে করদাতার পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল সংক্রান্ত আদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলপত্র অন্তর্ভুক্ত ছিল।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয় যে, তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধিমালা মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।