১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২২ দলের সম্মিলিত দাবি: আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তির বিচার চাইলেন রাজনৈতিক দলগুলি

নিজস্ব প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তাঁর সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ২২টি রাজনৈতিক দল। সোমবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই দলগুলির এক সম্মিলিত সভায় পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো— ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেফতার, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা, এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিচার দাবি করা।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই রাজনৈতিক তৎপরতা তীব্র হয়। ওই দিন গণঅধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে অগ্রসর হওয়ার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং লাঠিপেটার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বর্ণনা অনুযায়ী, ওই রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালান। এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং নুরুল হক নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার প্রতিবাদে আগামী দিনগুলোতে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top