মোঃ আমিরুল হক , রাজবাড়ী প্রতিনিধি:
“সচেতন শিক্ষার্থী, নিরাপদ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পুপুসা)-এর উদ্যোগে দিনব্যাপী স্কুল এন্ড কলেজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গ্রামীণ সমস্যা নিয়ে আলোচনা হয়। এরপর বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আইসব্রেকিং সেশনের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।
ক্যাম্পেইনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
কুইজ প্রতিযোগিতা, আত্মউন্নয়ন, একাডেমিকে ভালো করার উপায়, সৃজনশীল প্রশ্ন গুছিয়ে লেখার কৌশল, জরুরি হটলাইন নম্বর সম্পর্কে সচেতনতা, নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নির্দেশনা।
শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনব্যাপী ক্যাম্পেইন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
দিনের শেষে কুইজ প্রতিযোগিতায় মেধাতালিকাভুক্ত প্রথম ১০ জন শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “গাছই আমাদের একমাত্র নিঃস্বার্থ উপকারী বন্ধু”—এই বার্তাই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এই প্রতীকী পুরস্কার প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পুপুসার ভারপ্রাপ্ত সভাপতি সাকিব আল হাসান, সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জহুরা, সদস্য রাইমা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী।
দিনব্যাপী কার্যক্রম শেষে শিক্ষার্থীদের কাছ থেকে রিভিউ নেওয়া হয়। তাদের প্রতিক্রিয়ায় উঠে আসে শেখার আনন্দ, সচেতন হওয়ার আগ্রহ এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয়