নিজস্ব প্রতিনিধি:
এম বেলাল হোসেন আদর্শ আর সংগ্রামের এক উজ্জ্বল নাম। একজন সাধারণ কর্মী থেকে ধাপে ধাপে উঠে এসে তিনি প্রমাণ করেছেন—আদর্শ আর ত্যাগের শক্তি কোনো বাধা মানে না।
ছাত্রদল থেকে যুবদল, আর যুবদল থেকে বিএনপির মূল কাঠামো—প্রতিটি স্তরে তিনি দায়িত্ব, প্রজ্ঞা ও সাহসের অনন্য পরিচয় দিয়েছেন।
দত্তপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে চন্দগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক—প্রতিটি অবস্থানেই তিনি সংগঠনকে করেছেন আরও শক্তিশালী।
দমন-পীড়ন, মিথ্যা মামলা, কারাবরণ—কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে পাহাড়সম দৃঢ়তায় দাঁড়িয়ে থেকে তিনি হয়ে উঠেছেন সবার আস্থার ঠিকানা।
তিনি পদলোভী নন—তিনি জনআস্থার প্রতীক। তিনি ব্যক্তিস্বার্থে রাজনীতি করেননি—করেছেন দল ও জনগণের জন্য। তাই চন্দগঞ্জ থানা বিএনপির আসন্ন কাউন্সিলে সভাপতি পদে এম বেল্লাল হোসেনের বিকল্প নেই। এটাই জনমতের দাবি— এটাই সময়ের প্রয়োজন।