২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিনিধি:

দেশ ও রাজনীতির স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করা এখন বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণতন্ত্রের স্বার্থেই বিএনপির উচিত জাতীয় পার্টিকে রক্ষা করা। বর্তমানে অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে, যদিও বিষয়টি এখন স্তিমিত। তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি এখন পর্যন্ত এই ফাঁদে পা দেয়নি। ভবিষ্যতে কী করবে তা জানা নেই। তবে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, আর আওয়ামী লীগও নিষিদ্ধ থাকে, তাহলে রাজনৈতিক সমীকরণে কেবল তিনটি দল টিকে থাকবে। এতে আসন বণ্টনে বিএনপি বাধ্য হবে অন্যদের শর্ত মেনে চলতে, এবং শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে ‘পাপেট’ হয়ে পড়বে।

তিনি আরও বলেন, রাজনীতিতে একটি কুলিং পিরিয়ড খুব জরুরি। বিএনপি যদি এ দায়িত্ব পালন করে, তাহলে দেশের মঙ্গল হবে, বিএনপিরও মঙ্গল হবে। তিনি উদাহরণ টেনে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সব রাজনৈতিক দলকে পুনরুজ্জীবিত করেছিলেন। এমনকি ২০০৬ সালের পর যদি আওয়ামী লীগ অবিলম্বে ক্ষমতায় আসত, বিএনপির ওপর সঙ্গে সঙ্গে কঠোর নির্যাতন শুরু হতো। কিন্তু কুলিং পিরিয়ডের কারণে তা হয়নি। বাংলাদেশেও এখন এ ধরনের একটি সময় দরকার।

সেনাপ্রধানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার কোনো আগ্রহ দেখাননি। তিনি চাইলে পাঁচ তারিখেই তা করতে পারতেন, কিন্তু করেননি। এজন্য অমর্ত্য সেনও সেনাপ্রধানের প্রশংসা করেছেন। তবে এখন দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে, সরকার দায়িত্বহীন আচরণ করছে এবং নিজেদের শেষ সময় ভেবে নির্লিপ্ত রয়েছে। এমনকি সরকারের উপদেষ্টাদের মধ্যে বিদেশি নাগরিকের উপস্থিতি নিয়েও সাংবিধানিক প্রশ্ন উঠছে।

সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তার মতে, আসিফ মাহমুদ সরকারের সমালোচনা করে সংবিধানের নিয়ম ভঙ্গ করেছেন। তিনি বলেন, আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রী ও উপদেষ্টা হিসেবেই সরকারের অংশ, তাই সরকারের সমালোচনা করা তার এখতিয়ারের বাইরে। সংবিধানের ৫৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা সমষ্টিগতভাবে সংসদের কাছে দায়বদ্ধ, তাই কোনো মন্ত্রী বা উপদেষ্টা সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারেন না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top