মোহাম্মদ সাদেকুল ইসলাম মুরাদনগর প্রতিনিধি :
১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম
কুমিল্লার মুরাদনগরে শুরু হচ্ছে শিশুদের জন্য টাইফয়েড প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে।
জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ জানান, এই ভ্যাকসিন গ্রহণের জন্য প্রতিটি শিশুর নাম রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। এজন্য জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন
যারা জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করবেন, কেবল তারাই এই ভ্যাকসিন নিতে পারবেন। তাই সকল অভিভাবককে অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন করে নিতে।
কেন গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন?
চিকিৎসকরা জানান, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াল সংক্রমণ, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদি জটিলতা এড়াতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) অত্যন্ত কার্যকর। একবার এই ভ্যাকসিন নিলে দীর্ঘ সময় পর্যন্ত শিশু টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত থাকে।
অভিভাবকদের প্রতি আহ্বান
উপজেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে –
নির্ধারিত তারিখের মধ্যে সন্তানদের জন্মনিবন্ধন সনদসহ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টিকা গ্রহণের দিন শিশুকে সাথে নিয়ে উপস্থিত হতে হবে। টিকা নেওয়ার পর শিশুকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে, তাই অভিভাবককে সেই সময়টুকু অপেক্ষা করতে হবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রস্তুতি
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক মাসব্যাপী এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরাও জনগণকে সচেতন করতে কাজ করছেন