২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে পার্টনারশীপ ব্র্যাক ব্যাংক বিএই কৃষি উন্নয়নের আওতায় উঠান বৈঠক ও ফলদ গাছের চারা বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্কের আওতায় উঠান বৈঠক ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া কালীবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্কের আওতায় উঠান বৈঠক ও ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেড অফ এফএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স এসএমই ব্যাংকিং তাপস কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র রিলেশনশীপ ম্যানেজার, এগ্রিকালচার ফাইন্যান্স এফএফআই এন্ড এসএমই ব্যাংকিং লিটন কুমার বিশ্বাস, রিলেশনশীপ ম্যানেজার এফএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স এসএমই ব্যাংকিং মোঃ রকিবুল হাসান, প্রধান আলোচোকঢাকা খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক (প্রাক্তন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস ও নটাপাড়া কৃষি উন্নয়ন সমিতি এবং খোদ্দনটাপাড়া কৃষি উন্নয়ন সমিতির সদস্যগণ।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, কামালপুর ইউনিয়নের নওদাপাড়া কৃষি উন্নয়ন সমিতির আওতায় ৩০ জন মহিলা ও ৩০ জন পুরুষ সদস্যকে নিয়ে এবং খোদ্দনটাপাড়া কৃষি উন্নয়ন সমিতির আওতায় ১৫ জন পুরুষ ১৫ জন মহিলাকে নিয়ে দুইটি সমিতি গঠন করে দিয়েছি। এই দুইটি সমিতির সদস্যগণ আনুমানিক সাড়ে ১৬ লক্ষ টাকা সঞ্চয় জমা করেছেন। সমিতির ৯০ জন সদস্যের মধ্যে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্কের আওতায় উঠান বৈঠক ও ফলদ গাছের চারা বিতরণ করা অনুষ্ঠানে প্রত্যেককে ১টি করে নারিকেল চারা, ১টি করে আমের চারা ও ১টি করে উন্নত মানের আমড়ার চারা বিতরণ করা হয়। ৯২ টি নারিকেল চারা, ৯৪ টি আমের চারা ও ৯৪ টি উন্নত জাতের আমড়ার চারা সর্বমোট ২৮০ টি তারা বিতরণ করেন সংস্থাটি। এসব ছাড়া হাতে পেয়ে উৎসুক সমিতির সদস্যরা আনন্দিত হয়েছেন। আগামীতে সমিতির সদস্যদের জন্য আরো কার্যক্রম পরিচালিত হবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top