মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।
তিনি অভিযোগ করে বলেন, “শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে শ্রমিক হাবিবুর রহমান হাবিব নিহত হন। কার নির্দেশে কারা গুলি চালিয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
লিওন আরও আশঙ্কা প্রকাশ করেন, উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এই ইপিজেডকে অস্থিতিশীল করার মাধ্যমে বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চলছে কিনা—সে বিষয়েও খতিয়ে দেখা জরুরি।
সংবাদ সম্মেলনে নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এনসিপির পক্ষ থেকে পরিবারটিকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সাত দফা দাবি উত্থাপন করেন তিনি।
এ সময় এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, যুগ্ম সমন্বয়ক মোহায়মেনুল ইসলাম সানা ও শাহ আব্দুল আজিজ এবং জেলা দফতর সম্পাদক আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।