৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আপিল বিভাগের রায়: ৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ। বুধবার দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের এই আদেশের ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না।

এই আদেশটি আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে। গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন, কিন্তু মাত্র ৪৫ মিনিট পরই চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন। চেম্বার আদালতের আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।

আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। হাইকোর্ট তার আদেশে রিটকারী বি এম ফাহমিদা আলমকে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন।

এই মামলার সূত্রপাত হয় গত ৩১ আগস্ট, যখন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।

আপিল বিভাগের সর্বশেষ রায়ের মাধ্যমে ডাকসু নির্বাচনী প্রক্রিয়া আবারও সচল হয়েছে এবং ঘোষিত সময় অনুযায়ী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top