৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থী আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট দায়ের করায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে এই শাস্তি প্রদান করা হয়েছে। প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।

আলী হুসেন, যার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮, সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করেছে আরও তদন্তের জন্য।

এই ঘটনাটি প্রকাশ পায় যখন আলী হুসেন তার ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়েরকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেন। এই হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

এ বিষয়ে ডাকসুর জিএস প্রার্থী ও ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ তার প্রতিক্রিয়ায় বলেন, “রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে, কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের কাছে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top