জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হলো আলোচনা সভা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন এগ্রোফরেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইউট্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় যে ভূমিকা রেখেছে তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে কোন কুচক্রীমহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমকে বিঘ্নিত করতে না পারে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। তাই অতীতের ভুল-ভ্রান্তি ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী দলের শক্তি হলো জনগণের আস্থা ও ভালোবাসা। এ আস্থা ধরে রাখতে হলে সততা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ অপরিহার্য। আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত হই তবে সবচেয়ে বড় ক্ষতি হবে জাতীয়তাবাদী পরিবারের।
গত ফ্যাসিস্ট সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে দমন-পীড়নের মাধ্যমে শেষ করার যে চেষ্টা চালানো হয়েছিল, তা আমাদের জন্য বড় শিক্ষা। এখন প্রয়োজন নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করা। জাতীয়তাবাদী চেতনার ধারক-বাহক হিসেবে আমাদের দায়িত্ব হলো দলের ঐতিহ্য ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।” তিনি ইউট্যাব পবিপ্রবি ইউনিটকে এ মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে জাতীয়তাবাদী আদর্শে দৃঢ় থেকে ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এফবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামাল, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন প্রফেসর ড. মো: আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো: খোকন হোসেন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো: আবুবকর সিদ্দিক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী প্রতিনিধি মো: মাহবুব হোসেন, মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মো: মিজানুর রহমান। আলোচনা সভার পাশাপাশি বিএনপির সংগ্রাম ও সাফল্যের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানজুড়ে আবেগঘন পরিবেশে উঠে আসে শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির সংগ্রামী ইতিহাস ও আগামী দিনের প্রত্যাশা। ইউট্যাব পবিপ্রবি ইউনিটের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই মিলেমিশে এক সেতুবন্ধন তৈরি করেন।