৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০০০মিটার অবৈধ্য চায়না দুয়ারী (কারেন্ট) জাল পু’ড়ি’য়ে ধ্বংস

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১০০০মিটার অবৈধ্য চায়না দুয়ারী (কারেন্ট) জাল জব্দ করে পু’ড়ি’য়ে দেওয়া হয়। এ অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ।

গতকাল সোমবার (২সেপ্টেম্বর) ঝুনাগাছ চাপানি ইউনিয়ানে কেল্লাপাড়ার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রায় ১,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তারা জানান, “মাছের প্রজনন মৌসুমে অবাধে ডিম সহ মাছ ধরা ও অবৈধ জাল ব্যবহার করে পোনা সহ মাছ ধরে একদিকে যেমন মৎস্যসম্পদ ধ্বংস করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকট সৃষ্টি করে। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় জনগণ ও জেলেদের সচেতন করতে চলমান অভিযানের পাশাপাশি প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং সভা-সেমিনারের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা মামুনুর রশিদ।

উল্লেখ্য, সরকার কর্তৃক নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ এবং এ সময় আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top