৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকীতে অযত্নে অবহেলায় পড়ে আছে সরকারি কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার একটি সরকারি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে থেকে ভুতুরে রূপ নিয়েছে। প্রায় তিনযুগ আগে নির্মিত এ ভবন এখন লতা পাতা চারপাশে জমে আছে জলাবদ্ধতা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে উওর দুমকি মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ ভবনের দেয়াল ঘেঁষে উঠেছে গাছপালা এবং চারপাশ জলাবদ্ধ হয়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, ভবনের পূর্ব ও উত্তর পাশের জমি আশপাশের বাসিন্দারা দখল করে নিয়েছেন। স্থানীয়রা জানান, ভবনটি প্রথমে কমিউনিটি সেন্টার হিসেবে পরে সাবেক চেয়ারম্যান মরহুম আ,রশিদ গাজি ইউনিয়ন পরিষদের কার্যলয় হিসাবে ব্যবহার করেছেন এর পর সাব রেজিস্ট্রি অফিস এবং সর্বশেষ পশু হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি সম্পূর্ণ অব্যবহৃত ও অকেজো।

সাবেক ইউপি সদস্য হারুন মোল্লা বলেন, তৎকালীন কেবিনেট সচিব এম কেরামত আলীর উদ্যোগে কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য জমির প্রয়োজন হয়। তখন স্থানীয় হাজী আবদুল মান্নান মোল্লা ও ইউনুস মোল্লা প্রায় ১২ শতক জমি সরকারি কাজে দলিল করে দেন।
জমিদাতা হাজী আবদুল মন্নান মোল্লা এ প্রতিনিধিকে বলেন, আমরা চাই এ ভবন ও জমির সঠিক ব্যবহার হোক। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এখানে ফায়ার সার্ভিস অফিস স্থাপন করা যেতে পারে।

ছওার বলেন, ভবনটি অনেক দিন ধরে পরিত্যক্ত। যদি সংস্কার করে নতুন অফিস চালু করা যায় তাহলে এলাকাবাসী উপকৃত হবেন। ৫ নং শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আজাহার আলী মৃধা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top