মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দীঘিনালা কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে ফিরে আসে।
র্যালি শেষে কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু)। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম এবং দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে দেখতে চান তারা। গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা নির্যাতন, গুম ও হামলার শিকার হলেও দমে যায়নি। তাই আগামী নির্বাচনে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বক্তারা বিশ্বাস করেন, জনগণের ভোটে বিএনপিই হবে বিজয়ী দল।
তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
আলোচনা সভা শেষে সমাবেশের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।