মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশালের উজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে এ র্যালী বের করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানের নেতৃত্বে র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা বলেন
বিএনপি ঐক্যবদ্ধ একটি সংগঠন। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে। আমাদের ধানের শীষের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে ধানের শীষের বার্তা।
এ সময় বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন ।