৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহজাদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ নাঈম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুরে উদ্দীপনামূলক র‌্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার, ৩ সেপ্টেম্বর সকাল বেলায়, উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ড. এম. এ. মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তারা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top