৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে তৃতীয় লিঙ্গের দুইজনকে আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) দুইজন মানুষকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গাই-বাছুর ও ছাগল প্রদান করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। প্রত্যেকে একটি করে গাই-বাছুর ও তিনটি করে ছাগল পান।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,
“আমরা চাই তৃতীয় লিঙ্গের মানুষরা সমাজে স্বাভাবিকভাবে বসবাস করুক। তারা যেন ভিক্ষাবৃত্তি বা অবহেলার শিকার না হয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করে সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারে—এজন্যই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপঙ্কর রায় বলেন,“একটি সুন্দর ও উন্নত সমাজ গড়তে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কাউকে পিছিয়ে রাখা যাবে না। জেলা পরিষদ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, প্রেস ক্লাব নীলফামারীর সাধারণ সম্পাদক নূরে আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সহায়তা পাওয়া তৃতীয় লিঙ্গের মানুষরা আনন্দ প্রকাশ করে বলেন, এ উদ্যোগ তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে। “নিজেদের পরিশ্রমে ঘরে বসে আয় করতে পারব, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারব”—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, ধীরে ধীরে আরও তৃতীয় লিঙ্গের মানুষকে এ ধরনের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে, যাতে তারা সমাজের মূলধারায় সম্পৃক্ত হয়ে জীবনমান উন্নত করতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top