৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় স্কুলের ক্লাসের সময় শিক্ষার্থীদের আটকিয়ে কোচিং ব্যবসায় লিপ্ত

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য জেলা প্রশাসনের পদক্ষেপ নতুন আশা জাগিয়েছে। দীর্ঘদিন ধরে কিছু কোচিং কেন্দ্র স্কুলের ক্লাসের সময় শিক্ষার্থীদের আটকিয়ে ব্যবসায় লিপ্ত থাকায় তারা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রকৃত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছিল।

শহরের কিছু অর্ধশিক্ষিত কোচিং শিক্ষক ভর্তি ফরম পূরণ ও অর্থ উপার্জনের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকৃত শিক্ষকের কাছে যাওয়া থেকে বিরত রাখছিলেন। তারা নিজেদের বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করছিলেন।

স্থানীয় অভিভাবক রাহমাত উল্লাহ বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা শ্রেণিকক্ষে ফিরে প্রকৃত শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিক। প্রশাসনের পদক্ষেপ এই দিকেই সহায়ক হবে।” অন্য অভিভাবক শাবনম আক্তার বলেন, “অনভিজ্ঞ কোচিংয়ে আমাদের সন্তানদের সময় ও শিক্ষা নষ্ট হচ্ছিল। প্রশাসনের উদ্যোগে আমরা আশা করছি ক্লাসমুখী পরিবেশ ফিরে আসবে।”

জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের জানান, জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় জেলা প্রশাসক সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জেলা তথ্য অফিস ইতোমধ্যেই মাইকিং শুরু করেছে এবং শিগগিরই আইন অমান্যকারী কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

সাতক্ষীরার সচেতন সমাজ ও অভিভাবকরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top