৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রমিকদের ২৩ দফা মেনে নিলো কর্তৃপক্ষ, আগামীকাল খুলছে উত্তরা ইপিজেড

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) আন্দোলনরত শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম হলো ছাঁটাই শ্রমিকদের বহালের বিষয়টি। ফলে টানা অচলাবস্থার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে ইপিজেডের সব কারখানা চালু করার সিদ্ধান্ত হয়েছে। তবে এভারগ্রীন কোম্পানির কার্যক্রম শুরু হবে শনিবার থেকে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট (শনিবার) এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকরা ২৩ দফা দাবি তুলে আন্দোলনে নামেন। পরে তা ইপিজেডের অন্যান্য কারখানাতেও ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আন্দোলন নিয়ন্ত্রণে যৌথবাহিনী পদক্ষেপ নিলে সংঘর্ষে এক শ্রমিক নিহত ও অন্তত ১৫ জন আহত হন। ওই ঘটনার পর থেকে ইপিজেডের ২৪টি কারখানার সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top