৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি রয়েল এনফিল্ডসহ মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেগুলো বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল।

চুরির সূচনা ও মামলা

গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় জনৈক মাহবুব হাসানের ভাড়াবাসা থেকে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। ঘটনায় থানায় মামলা রুজু করা হয় (মামলা নং–৪২(৮)২৫)।

পুলিশের অভিযান ও তদন্ত

চুরির ঘটনার পরপরই মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম–সেবার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।

সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জয়ন্ত সরকার, এসআই হিরন কুমার বিশ্বাস ও এসআই উৎপল সাহাসহ একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি প্রায় ৪৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের মূলহোতাসহ জড়িতদের শনাক্ত করে।

গ্রেফতার অভিযান

২৮ আগস্ট রাতে সদর থানার টিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চক্রের মূলহোতা বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫) কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সদস্য তোফাজ্জল ওরফে তাফাজ্জল হোসেন এবং মো. বাবুল হোসেন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় বাবুল হোসেনের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার হয়। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের বাসিন্দা জাকির হোসেন পটলের ছেলে সোহানের বাড়ি থেকে মামলার চোরাই যাওয়া রয়েল এনফিল্ডসহ আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞ আদালতের নির্দেশে ৫ দিনের পুলিশ হেফাজতে এনে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই স্থান থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য
সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, “এ পর্যন্ত মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের সোহানের কাছে বিক্রি করে আসছিল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

গ্রেফতারকৃতদের পরিচয়

বাপ্পী দাস ওরফে বাপ্পী সরকার ওরফে সাগর (৩৫)
পিতা—ছানা বাবু ওরফে অজিত দাস, মাতা—মিতা রানী দাস।
স্থায়ী ঠিকানা—আগরপুর পূর্বপাড়া, ডাকঘর সরাসচর, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ।
বর্তমান ঠিকানা—চান্দুরা দাসপাড়া, মহাদেব মন্দিরের পাশে, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

তোফাজ্জল ওরফে তাফাজ্জল হোসেন
পিতা—আমির হোসেন, সাং—জালালপুর, থানা—বিজয়নগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।

মো. বাবুল হোসেন
পিতা—মো. সামসু মিয়া, সাং—সাতগাঁও, চান্দুরা, থানা—বিজয়নগর, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশের এই সফল অভিযানে জেলা জুড়ে স্বস্তি নেমে এসেছে এবং জনসাধারণের মাঝে আস্থা আরও বেড়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top