৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা হামিমের কঠোর সমালোচনা: ফজলুর রহমানকে বহিষ্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভির বারী হামিম এবার বিএনপি নেতা ফজলুর রহমানের বিষয়ে বক্তব্য দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের কারণে ফজলুর রহমানকে ইতোমধ্যে দল থেকে শোকজ করা হয়েছে।

সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে হামিম বলেন, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান এখন বিএনপিতে যোগ দিলেও তার চরিত্র আওয়ামী লীগের ছাপ বহন করে। তিনি বলেন, “ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ।” হামিম অভিযোগ করে বলেন, ফজলুর রহমান অতীতে আওয়ামী লীগের এমপি ছিলেন, পরে বিএনপির হয়ে দু-তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। অথচ তিনি ৫ আগস্টকে ‘কালো শক্তি’ আখ্যা দিয়ে দিনটির গুরুত্ব খাটো করেছেন।

ছাত্রদল নেতা হামিম বলেন, “ফজলুর মতো ব্যক্তিরা ৫ আগস্ট ও জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করছেন। হতে পারে তিনি বিএনপির সঙ্গে যুক্ত, কিন্তু তার বক্তব্য প্রমাণ করে তিনি আওয়ামী চরিত্র ধারণ করেছেন।”

তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তাকে দল থেকে শোকজ করা হয়েছে। আমি আশা করি, এখানেই শেষ নয়—অবশ্যই তাকে বহিষ্কার করা হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top