মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই জোড়বাগান বস্তিতে মাদকের ভয়াবহ বিস্তার রোধে মানববন্ধন করেছে স্থানীয় যুবসমাজ। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, বাহার আলী ও জিয়াউর রহমান। এছাড়া সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা শওকত আলী, ইউসুফ আলী লাভলু ও স্থানীয় বাসিন্দা সাগর।
বক্তারা বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ অন্ধকার। তারা প্রশাসনের প্রতি দ্রুত মাদকবিক্রেতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।