মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা।
বৃহস্পতিবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদিকুর রহমানের উদ্যোগে এবং নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
র্যালিটি শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে শিবগঞ্জ বাজার ঘুরে কোটবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় পুরো শিবগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র্যালি শেষে কোটবাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে মো. সাদিকুর রহমান বলেন— “আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি বিশেষ মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা যতই ষড়যন্ত্র করুক, বিএনপি জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। কারণ, বিএনপি চায় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সত্যিকার অর্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।”
তিনি আরও বলেন— “জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। বিএনপি সেই লক্ষ্যেই আন্দোলন চালিয়ে যাচ্ছে।” এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।