৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের নির্দেশে শ্রমিক দলের পরিস্কার-পরিছন্নতা অভিযান

রুবেল ফরাজী, নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী মাজার-সংলগ্ন কাঁচাবাজার দীর্ঘদিন ধরে আবর্জনা ও দুর্গন্ধের কারণে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ পরিবেশ ছিল। এ অবস্থায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণে বৃহস্পতিবার শ্রমিক দল দারুস সালাম থানার উদ্যোগে সেখানে পরিচালিত হলো ব্যাপক পরিস্কার-পরিছন্নতা অভিযান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা-১৪ আসনের জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল* -এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন শ্রমিকদল দারুস সালাম থানার আহবায়ক গোলাম রসুল পারভেজ শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও হেড মাক্স সরবরাহ করা হয়। পরে তারা ৫ ঘণ্টা ধরে বাজার এলাকায় জমে থাকা আবর্জনা ও নোংরা অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন করে তোলেন।

বাজার ব্যবসায়ীরা এবং স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিনের দুর্ভোগ থেকে তারা অবশেষে মুক্তি পেলেন। এক বাসিন্দা জানান—“বাজারের দুর্গন্ধে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। আজকের এ কর্মসূচি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”

নেতাকর্মীরা জানান, বিএনপি শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সামাজিক দায়বদ্ধতার কাজেও অগ্রণী ভূমিকা রাখতে চায়। তাদের ভাষায়—“মানুষের পাশে থেকে সমস্যা সমাধান করাই আমাদের দায়িত্ব, আর এ কাজেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আপন মোহাম্মদ শাহিন, মোহাম্মদ ইয়াসিন আলী,জাকির হোসেন, শাহআলী থানার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সদস্য সচিব আওলাদ হোসেন রুবেল,৮ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলম মিয়া, ১০ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল মিয়া, সদস্য সচিব রাসেল মিয়া,৯ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন, সদস্য সচিব সাইদুল ইসলাম,১২ নং ওয়ার্ড আঞ্চলিক মামুন মিয়া, সাইদ হোসেন, বিল্লাল হোসেন বিল্লাল,মোঃ নিরব হোসেন,মোঃ আল আমিন, যুবনেতা মোশারফ পারভেজ,লিটন মিয়া প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top