মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়’কলকলিয়া তিন দিনব্যাপী (৩ দিনে শেষ না হওয়ায় আজ ৪র্থ দিন) নৌকাবাইচ প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। শেষদিনে জেলার বিভিন্নস্থান থেকে আসা ছয়টি নৌকা জারি-সারি গানের তালে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা গুলি হল, নিউ খরখরিয়া এক্সপ্রেস, বড় কলকলিয়া এক্সপ্রেস, ছোট কলকলিয়ার একতা এক্সপ্রেস, কুলটিয়ার নিউ স্বাধীন বাংলা এক্সপ্রেস, মহিষলুটিয়ার সেই লালন এক্সপ্রেস ও মেড়রার উড়ন্ত বলাকা এক্সপ্রেস।
এই উৎসব মুখর প্রতিযোগিতা দেখতে বিলের দুই পাড়ে ভিড় জমায় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া যুবসংঘের আয়োজনে কলকলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পয়েন্ট ভিত্তিক নৌকাবাইচ প্রতিযোগিতায় নিউ খরখরিয়া এক্সপ্রেস ও বড় কলকলিয়া উভয়েই সমান সমান পয়েন্ট পেয়ে যৌথভাবে বিজয়ী হয়।
বিজয়ী দুই নৌকাবাইচ চাম্পিয়ান প্রতিযোগীদের একটি করে ফ্রিজ প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয়। দ্বিতীয় রানারআপ প্রতিযোগীদের মধ্যে একটি ২৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও তৃতীয় রানারআপকে একটি মোবাইল ফোন এবং অন্যান্য প্রতিযোগীদের প্রত্যেককে একটি করে মোবাইল ফোন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
নৌকাবাইচ দেখতে আসা দর্শক নুরুজ্জামান মিয়া বলেন, বাইচের কথা শুনলে সেখানে দেখতে যাই। আগে অনেক হলেও এখন হঠাৎ এ ধরনের প্রতিযোগিতা হয়। আজকের প্রতিযোগিতা যেমন ভাল হয়েছে, তেমনি অনেক মানুষ এসেছে নৌকাবাইচ দেখতে।
শাহ আলম নামের আরেক দর্শক বলেন, ছেলে-মেয়েকে নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। ওরা খুব উপভোগ করেছে এবং আনন্দ পেয়েছে। এমন মহতি আয়োজন দেখে বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে সরে আসবে বলে আশা করি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাজাহান মণ্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস ও সাবু মণ্ডল।
পুরস্কার বিতরণীর সময় আলোচনা অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা একেবারে উঠেই গেছে। এই প্রজন্মের যুব সমাজ হাতের কাছে প্রাপ্ত মাদক এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন প্রকার নেশা জাতীয় গেমের মধ্যে ডুবে গেছে। মাদক এবং মোবাইলের নেশা থেকে বিরত রাখতে আমাদের এই মহতী আয়োজন। যুব সমাজ মাদক আর মোবাইল নেশা থেকে বেরিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী