৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতির নিখোঁজ: প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা জমিয়ত মহাসচিবের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। তিনি গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।একজন আলেমে দ্বীন ও সংগঠকের এ ভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার,এলাকাবাসী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে যারপর নেই উৎকণ্ঠা বিরাজ করছেে। এমতাবস্থায় আমরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকতাপূর্ণ জরুরি সহযোগিতা কামনা করছি।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ সব কথা বলেন।

বিবৃতিতে তিনি সবার কাছে নিখোঁজ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সুস্থতার সাথে নিরাপদ ফিরে আসার জন্য দোয়া চেয়ে আরো বলেন, এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই।দ্রুততম সময়ের মধ্যে আমরা তার সন্ধান দাবি করছি। একই সাথে এই ঘটনায় কোন চক্রান্ত বা অপহরণের আলামত থেকে থাকলে তাও খুঁজে বের করার আহবান জানাচ্ছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top