৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচন প্রসঙ্গে বাগছাস নেতা আব্দুল কাদের: “জিততে চাই না, শুধু বাঁচতে চাই”

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, তার ডাকসুতে জেতার কোনো ইচ্ছা নেই, তিনি শুধু বেঁচে থাকতে চান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কাদের লেখেন, “আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।”

তিনি অভিযোগ করে জানান, সম্প্রতি এক রাজাকার প্রসঙ্গে কথা বলার পর থেকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। এ কারণে তিনি ঘুমাতে পারছেন না, মাঝরাতে জেগে ওঠেন, শরীর কাঁপতে থাকে। কাদেরের ভাষায়, “একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের ধৈর্যেরও তো সীমা আছে। আমি আর কতদিন নিতে পারব জানি না।”

তার অভিযোগ, বিষয়টি অনলাইনের সীমায় থাকলে সহ্য করা যেত, কিন্তু এখন বাড়িতেও তার মাকে হেনস্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য দিলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারত। এখনো তো কেবল শুরু, সামনে আরও ৫ দিন বাকি। ততোদিনে কী হবে তা ভেবেই ভীষণ আতঙ্কিত হয়ে যাই।”

উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে কাদেরকে বলতে শোনা যায়, “ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল।” এরপর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top