৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে সহায়তা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণই তার নিজের। তার ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা তা তার জানা নেই, তবে দেশে ফেরার সময় যেটাই প্রয়োজন—পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট—সরকার তা সরবরাহ করতে প্রস্তুত।

যে বিষয়ে সরকার নিজে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় এর প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন, আমরা যতটুকু সহায়তা করতে পারি, করব।”

ভারতের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সর্বশেষ চিঠি প্রদানের পর আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এরপর আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে চিঠি দেওয়া হলে তা জনসমক্ষে জানা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top