৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারত ভাঙার ডাক দিয়ে বিতর্কে অস্ট্রিয়ার গুনথার ফেলিঙ্গার

নিজস্ব প্রতিনিধি:

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার ভারত ভাঙার ডাক দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচিত এই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেন, ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে কয়েকটি ছোট রাষ্ট্রে ভাগ করা উচিত।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ফেলিঙ্গার একটি মানচিত্র প্রকাশ করেন যেখানে উত্তর ভারতকে খালিস্তান হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব অঞ্চল এবং দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ুকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখানো হয়।

তার পোস্টে তিনি লেখেন, “ভারতকে ভাঙার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।” তিনি আরও জানান, “আজ আমি শিখ ন্যারেটিভ নামে একটি সংগঠনের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা করেছি। কীভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে এবং কীভাবে ভারতকে ‘সাবেক ভারত’ বানানো যায়, তা নিয়ে কথা হয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ও উদীয়মান পরাশক্তিকে ভাঙার এই উস্কানি সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এর আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করলেও ভারত নির্লিপ্ত থেকেছে, অথচ ইউরোপ নিজেই সেই তেল কিনছে শোধনের পর। এ পরিস্থিতিতে ফেলিঙ্গারের এই বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top