৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম বাড়লে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের

নিজস্ব প্রতিনিধি:

দেশে ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি ও শুল্ক–কর ছাড় দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাণিজ্যসচিবকে পাঠানো চিঠিতে এ প্রস্তাব করা হয়।

কমিশন জানায়, এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালে আমদানির অনুমতি ও শুল্ক–কর ছাড় দিতে হবে। বর্তমানে বাজারে ডজনপ্রতি ডিমের দাম ১৪০ টাকার কাছাকাছি। সম্প্রতি তা ১৫০ টাকা ছাড়িয়েছিল।

একইভাবে, কেজিপ্রতি পেঁয়াজের দাম ৯০ টাকা পেরোলেই আমদানির অনুমতি ও শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি। রাজধানীর বাজারে এখন মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কমিশনের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আমদানি উন্মুক্ত করায় এর সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

অন্যদিকে, বাজারে কাঁচামরিচের দাম ২২০ থেকে ২৬০ টাকা প্রতি কেজি হওয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া আমদানির ক্ষেত্রে শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময়মূল্যকে ভিত্তি ধরার সুপারিশ করেছে কমিশন।

সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সরবরাহ শৃঙ্খল পর্যবেক্ষণ জোরদারের নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top