৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিনিধি:

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে জাতিসংঘ পূর্ণ সমর্থন করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন লুইস। আলোচনায় দেশের উন্নয়ন অগ্রাধিকার, চলমান সংস্কার কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচন ছিল মূল বিষয়। তিনি নির্বাচন কমিশনকে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের বাড়তি সহায়তার পথ খোঁজা হয়।

বৈঠকে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন ও এ মাসের শেষে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে। প্রধান উপদেষ্টা এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

গোয়েন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top