মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল মিয়ার কুলিং কর্নারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুদি, ষ্টেশনারী, চায়ের দোকানসহ মোট ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুন লাগার সময় বিদ্যুতের ভোল্টেজ অস্বাভাবিক ওঠানামা করছিল। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও পানির সংকটে আগুন নেভাতে বিলম্ব হয়।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।