৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শান্তিচুক্তির পর ইউক্রেনে সেনা পাঠালে টার্গেট করবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, শান্তিচুক্তির পরও যদি পশ্চিমা সেনারা ইউক্রেনে মোতায়েন হয়, তবে তাদের টার্গেট করা হবে। শুক্রবার ভ্লাদিভস্তকে পূর্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর একদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ২৬টি দেশ মিলে (কোয়ালিশন অব দ্য উইলিং) ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর অংশ হিসেবে স্থল, সমুদ্র ও আকাশপথে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

রাশিয়া বরাবরই দাবি করে আসছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর অন্যতম কারণ ছিল দেশটিকে ন্যাটো থেকে দূরে রাখা এবং সেখানে বিদেশি সেনা না বসানো। পুতিন বলেন, ইউক্রেনকে ন্যাটোর দিকে টেনে নেওয়ার প্রচেষ্টাই যুদ্ধের মূল কারণ। এখন যদি কোনো সেনা পাঠানো হয়, তবে রাশিয়া তাদের টার্গেট করবে।

তিনি আরও বলেন, শান্তিচুক্তির পর সেনা মোতায়েনের কোনো যৌক্তিকতা নেই। রাশিয়া অবশ্যই চুক্তি বাস্তবায়ন করবে এবং উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।

এর আগে সাবেক পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা মন্তব্য করেন, ইউক্রেন আসলে ন্যাটোকে সরাসরি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top