নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দামি ঘড়ি ও আইপ্যাড উপহার পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
ফাওজুল কবির লেখেন, কিছুদিন আগে শ্রীলংকায় এক মন্ত্রীপর্যায়ের বৈঠকে গেলে আয়োজকদের পক্ষ থেকে তাকে একটি উপহার দেওয়া হয়। হোটেলে ফিরে গিফট বক্স খুলে তিনি দেখেন সেখানে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি। ঘড়িটি দেখে ভালো লাগলেও দেশে ফিরে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি লিখে সেটি তোষাখানায় জমা দেন।
তিনি আরও জানান, সম্প্রতি এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নয়) দীর্ঘদিনের পাওনা পরিশোধ করতে এসে কৃতজ্ঞতা স্বরূপ একটি আইপ্যাড উপহার দেন। পুরোনো আইপ্যাড থাকার কারণে তা গ্রহণে প্রলুব্ধ হলেও শেষ পর্যন্ত উপহারটি ফিরিয়ে দেন।
তবে তিনি স্পষ্ট করেন, সব উপহার গ্রহণে তার আপত্তি নেই। বিদেশি মন্ত্রী, রাষ্ট্রদূতরা স্যুভেনির, বই কিংবা নির্ধারিত মূল্যের মধ্যে খাবার দিলে তিনি তা গ্রহণ করেন। বিনিময়ে নিজের লেখা বই উপহার দেন।
ফাওজুল কবির আরও লিখেছেন, জনপ্রতিনিধিদের প্রধান কাজ হলো প্রলোভনের ঊর্ধ্বে ওঠা। এটি সম্ভব হলে অন্য সব দায়িত্ব পালন সহজ হয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ প্রতিনিধিদেরই নির্বাচিত করবেন।