৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাচালানকারী আটক

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪২ কোটি টাকার কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এসময় চোরাচালান চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঠনঠনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার আঃ মজিদ এর পুত্র এস.এম.এ ফেরদৌস (৭৪) এবং সূত্রাপুর গোহাইল গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র রমজান আলী (৫৫)। তাদের হেফাজত থেকে একটি বড় কার্টুনভর্তি পাঁচটি কাঁচের জারে রাখা সাপের বিষ উদ্ধার করা হয়। প্রতিটি জারের গায়ে ইংরেজিতে “RED DRAGON COMPANY, MADE IN FRANCE” লেখা রয়েছে। উদ্ধারকৃত বিষের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৪২ কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ডিবির একটি টিম। পুলিশ জানায়, অভিযুক্ত ফেরদৌস ফ্রান্স থেকে অবৈধভাবে এসব সাপের বিষ দেশে এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সহকারী রমজান আলীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ ও মহামূল্যবান সাপের বিষ চোরাচালান করে আসছে। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে দেশে এনে তারা গোপনে বিক্রয় করতো। উল্লেখ্য, আটক এস.এম.এ ফেরদৌসের বিরুদ্ধে পূর্বে থেকেই একটি সিআর মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় নতুন করে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মনে করছে, আটককৃতরা একটি বড় আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top