মামুন রশিদ মৌলভীবাজার প্রতিনিধি :
শমশেরনগর রোড ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্বের সূচনা হলো। দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে স্থানীয় মামার বাড়ি রেস্টুরেন্টে এক প্রাণবন্ত সাধারণ সভায় গঠিত হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আহ্বায়ক কমিটি।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মতিন বকশ এবং পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা. জিল্লুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গর্বিত বীর সন্তান অনুমিয়া।
নবগঠিত কমিটির নেতৃত্ব
আহ্বায়ক: মতিন বকশ
যুগ্ম আহ্বায়ক: জিল্লুর রহমান
যুগ্ম আহ্বায়ক: আলকাছ আহমেদ
সম্মানিত সদস্যবৃন্দ
১। তনজু খান
২। কামাল উদ্দিন
৩। মো. আজির উদ্দিন
৪। প্রদীপ পাল
৫। মাহমুদ হাসান
৬। আব্দুল হামিদ পারবেছ
৭। আব্দুল আজিজ
৮। মোস্তাফিজুর রহমান
৯। ফয়ছল আহমেদ
১০। মো. হোসাইন আহমেদ (সাংবাদিক)
১১। শশাঙ্ক পাল
১২। মো. হোসাইন
১৩। লোকমান আহমেদ
১৪। মো. শিপন
সভায় ঘোষণা দেওয়া হয় যে, আগামী ৯০ দিনের মধ্যে শমশেরনগর রোডের ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভা শেষে প্রয়াত রুবেল আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ এই নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে শমশেরনগর রোডে ব্যবসায়িক উন্নয়ন, সহযোগিতা ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন