৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিসসহ অন্তত ৩০টি রাজনৈতিক দল সমর্থন জানায়।

শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। তাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দল শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসন কায়েমে সহায়তা করেছে। এখনো নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই অবিলম্বে জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানানো হয়। বক্তারা হামলায় জড়িতদের শাস্তি, জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন স্তরে এখনো হাসিনার অনুগতরা সক্রিয় রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি এখন অতীত, তাকে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নুরের ওপর হামলা আসলে বাংলাদেশের গণতন্ত্রের ওপর হামলা। আওয়ামী লীগ বিদায় নিলেও জাতীয় পার্টি ও ১৪ দল এখনো দেশে ষড়যন্ত্র করছে, তাই তাদের রাজনীতি করার অধিকার নেই।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুর এখনো হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

এছাড়া ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, লেবার পার্টি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ অংশগ্রহণকারী দলের নেতারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুনর্ব্যক্ত করেন।

বক্তারা বলেন, জনগণের ঐক্যই ফ্যাসিবাদ প্রতিরোধের মূল শক্তি। আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর ১৪ দলকে নিষিদ্ধ করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top