৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইউরোপের চার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেলেন বেরোবির মো. ইউসুফ মিয়া

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মো. ইউসুফ মিয়া ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ Erasmus+: Erasmus Mundus Studentship প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন।

তিনি আগামী দুই বছর Erasmus Mundus Master in Applied EcoHydrology (MAEH) প্রোগ্রামের আওতায় ইউরোপের চারটি দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো:
ইউনিভার্সিটি অব আলগারভে (পর্তুগাল) ইউনিভার্সিটি অব লজ (পোল্যান্ড) ইউনিভার্সিটি অব ল্যুবেক(জার্মানি) ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্প(বেলজিয়াম)

এই সম্পূর্ণ অর্থায়িত স্টুডেন্টশীপের আওতায় তিনি পাবেন ফুল টিউশন ফি মওকুফ, প্রতি মাসে ৯৫০ ইউরো স্টাইপেন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা), স্বাস্থ্যবীমা এবং যাতায়াত খরচ।

ইউসুফ মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার হাওর অঞ্চলে।
তার একাডেমিক অর্জন: অনার্সে সিজিপিএ: ৩.২৩,মাস্টার্সে সিজিপিএ: ৩.৪৩,আইইএলটিএস স্কোর: ৭.৫।
প্রকাশিত গবেষণাপত্র: ১৪টি

তিনি ব্যাচেলর ও মাস্টার্সে গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক স্যারের যৌথ তত্ত্বাবধানে।

মো.ইয়সুফ মিয়া বলেন, স্যারদের কাছেই হাতে-কলমে গবেষণার কাজ শিখেছি। পাশাপাশি আমার পরিবার ও বন্ধুদের সহযোগিতা ছাড়া এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না।
এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমার ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয়েরও সাফল্য। হাওরপাড়ে বেড়ে ওঠায় আমি পানি সংক্রান্ত নানা সমস্যা দেখে বড় হয়েছি, যা আমাকে উৎসাহ দিয়েছে পানিসম্পদ ও পরিবেশ সংরক্ষণে কাজ করার জন্য। Applied EcoHydrology পড়ার মাধ্যমে আমি এই লক্ষ্য অর্জন করতে চাই। আশা করি, একদিন আমার গবেষণা বাংলাদেশের কৃষি ও পানিসম্পদ খাতের উন্নয়নে কাজে লাগবে।

শুধু পড়াশোনা নয়, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অংশগ্রহণ করেছেন, যা তার উচ্চশিক্ষার পথচলায় অতিরিক্ত অনুপ্রেরণা দিয়েছে।
বেরোবির শিক্ষার্থী ইউসুফ মিয়ার এই আন্তর্জাতিক সাফল্য কেবল বিভাগকেই নয়, পুরো বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top