আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি::
৬ সেপ্টেম্বর শনিবার সকালে ফটিকছড়ি থেকে গাড়িবহর নিয়ে চট্টগ্রামের জসনে জুলুশে অংশগ্রহণ করতে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এক যুবক আপত্তিকর আচরণ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আরিয়ান ইব্রাহিম নামের ওই যুবক হাটহাজারী মাদ্রাসার মসজিদকে লক্ষ্য করে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখেন, “কিয়ামতের আগ পর্যন্ত জসনে জুলুশে ঈদে মিলাদুন্নবী কিয়ামত পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।”
পোস্টটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয়। সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। একপর্যায়ে ‘হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ’ নামে প্যাডে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, কিছু ব্যক্তি মাদ্রাসার বাউন্ডারি সংলগ্ন রাস্তায় উচ্চস্বরে গান-বাজনা বাজাচ্ছেন, যা শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং পাশের কবরস্থানের পবিত্রতা নষ্ট করছে। শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন—
১. মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
২. হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে মেডিকেল মোড় পর্যন্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩. গান-বাজনার নামে শিক্ষার ক্ষতি ও কবরস্থানের শানে বেয়াদবি বন্ধ করতে হবে।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, যদি এ ধরনের বিশৃঙ্খলা বন্ধ না হয়, তাহলে পরিস্থিতি যেকোনো সময় ভিন্ন মোড় নিতে পারে। ছাত্ররা ক্ষোভে নিয়ন্ত্রণের বাইরে গেলে তার দায়ভার শিক্ষার্থীদের নয় বরং প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকেই নিতে হবে।
এদিকে ফটিকছড়ি উপজেলা প্রশাসন এক বিবৃতিতে জানায়, হাটহাজারী মাদ্রাসা উপমহাদেশের অন্যতম বিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি অবমাননাকর ইঙ্গিত দিয়ে পোস্টকারী আরিয়ান ইব্রাহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফটিকছড়ি থানা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি তার সংগঠনকেও দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। প্রশাসন সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকেও একটি বিবৃতি এসেছে। সেখানে বলা হয়, আরিয়ান ইব্রাহিম নামে ব্যক্তি কোনোভাবেই জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে জড়িত নয়। তিনি নিজেকে পৌরসভা ৩নং ওয়ার্ড শাখার সভাপতি পরিচয় দিয়ে মিথ্যাচার করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদল একটি সুশৃঙ্খল, মানবিক সম্প্রীতিমূলক ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সংগঠন। আরিয়ান ইব্রাহিমের মতো উগ্রবাদী মনোভাবাপন্ন কারও সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সংগঠন প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, হাটহাজারী মাদ্রাসাকে উদ্দেশ করে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত গ্রেফতার না করলে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে