সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আকবর আলী (২৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার মুরইল বাজার সংলগ্ন এলাকার কোথবাউর নামকস্থানে সার ফ্যাক্টরির সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের তাছের মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরইল বাজার থেকে ভোরে কাজ শেষে নওগাঁর দিকে যাওয়ার পথে ট্রাক্টর ও একই দিকে যাওয়া বালু বোঝাই একটি ট্রাক যাচ্ছিল। ট্রাক ড্রাইভারটি ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় অপর দিক থেকে আরেকটি গাড়ি আসায় বালু বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দেওয়ার পর ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে চালক সহ সড়কের নিচে উল্টে পড়ে যায়।
এতে ট্রাক্টর চালক আকবর আলী (২৫) মাথার ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ট্রাক্টর চালককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করেন।
বগুড়া শজিমেকে পৌঁছার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান রহমান বলেন, শনিবার সকালে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত হয়েছে কিন্ত‘ এখনো পর্যন্ত কেউ এব্যাপারে থানায় অভিযোগ করেনি।