শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. এ. হাসিব গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান,ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা -২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী রবীউল ইসলাম,সাতক্ষীরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মোবাশশীরুল ইসলাম তকি প্রমুখ ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ ফজর আলী।