শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
শনিবার (৬ সেপ্টেম্বর ) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিক্সা – ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন ( রেজি নং-২৪৫৪) তালা উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী শ্রমিক সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত।
উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আঃ হালিম এর পরিচালনায়, সভাপতি মাষ্টার আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহঃ ইজ্জত উল্লাহ। তিনি বলেন,মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিকরা আল্লাহর বন্ধু। দিনকায়েমের কাজকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিকদের এগিয়ে আসতে হবে।শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহর আইনকে বাস্তবায়নের আপ্রান চেষ্টা চালাতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক,নায়েবে আমির জামায়েত ইসলাম সাতক্ষীরা জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী। জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সেক্রেটারি মাওঃ আবু হুরাইরা ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা উপজেলার আমির মাওলানা মফিজুল ইসলাম। তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম। তালা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াত ইসলামির উপজেলা কর্ম পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টু, মাওঃ কবিরুল ইসলাম, মাওঃ আকবর হোসেন, সাংবাদিক ফয়সাল আহমেদ, সংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, সাংবাদিক, তালা উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি আল জামানুল বান্না।
তালা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সম্পাদক অধ্যক্ষ আঃ হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক হাফেজ আব্দুল মালেক, ইসলামকাটি ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম। তালা ইউনিয়ন সভাপতি আব্দুল হালিম। ইসলামি সংগীত পরিবেশন করেন শফিকুল ইসলাম।