১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের, বাস্তবায়ন হবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিনিধি:

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই ধারণা বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় নিরীহ আলেমদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে, ২৪’র অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র-জনতাকে খুন করেছে, সেই খুনিরা আর কখনও বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না। তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘চোরে চোরে মাস্তুতো ভাই’ আখ্যা দিয়ে বলেন, যারা এতদিন আওয়ামী লীগের ছায়াতলে ছিল, এখন আবার জাতীয় পার্টির ব্যানারে তাদের আশ্রয় দিচ্ছে।

তিনি আরও বলেন, যেভাবে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের সহযোগী দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ এবং তাদের বি-টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় জানাতে হবে। সারজিস আলম দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ জনগণের আস্থার সংকট তৈরি করছে।

তিনি অভিযোগ করেন, পঞ্চগড়ে ছাত্রদল স্কুল কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারা করছে। স্কুলের শিক্ষার্থীদের রাজনীতিতে জড়ানোর মাধ্যমে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অপরাজনীতির সংস্কৃতি চালু করতে চাইছে তারা।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগারদের নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা আসলে দেশে নির্বাচন চায় না। তারা গৃহযুদ্ধ উসকে দিয়ে বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটে ফেলতে চাইছে।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ স্থানীয় এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top