৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেরোবিতে মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এ সংগঠনটি “জীবনকে গড়ি কুরআন-সুন্নাহর আলোকে” স্লোগানকে ধারণ করে ইসলামী মূল্যবোধ, আত্মউন্নয়ন, দাওয়াহ, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও দাওয়াহমূলক এবং সাধারণ মুসলিম শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা:
সভাপতি: রিয়াহাত কবীর অমিও (ডিএসএম), সহ-সভাপতি: লাতিফুর খাবির মাহি (ইইই), তানভীর সুমন (পদার্থ বিজ্ঞান), জুন্নুন আহমদ ফুয়াদ (অর্থনীতি), সাধারণ সম্পাদক: মোঃ আরাফাত ইনজামাম আবির (ডিএসএম) সহ-সাধারণ সম্পাদক: পারভেজ ইসলাম (ম্যানেজমেন্ট), মোঃ সৌরভ (ডিএসএম), জাহিদ হাসান (রসায়ন) ,সাংগঠনিক সম্পাদক: আখতারুজ্জামান সজিব (ইতিহাস) ,সহ-সাংগঠনিক সম্পাদক: মেহেদি হাসান (ইংরেজি) ,কর্ম-পরিকল্পনা বিষয়ক সম্পাদক: সাইমুন ইসলাম (ম্যানেজমেন্ট) ,সহ-কর্ম-পরিকল্পনা বিষয়ক সম্পাদক: ইমন আলী (ইংরেজি),
প্রচার সম্পাদক: নেওয়াজ মিয়া (মার্কেটিং) ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ হানিফ (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান) ,সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: নাহিয়ান আল মাহমুদ (এমআইএস) ,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল মোজাহিদ (পদার্থ বিজ্ঞান) ,সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মুহাম্মদ সামি (পদার্থ বিজ্ঞান), ক্রিড়া বিষয়ক সম্পাদক: মুরসালিন ইসলাম (অর্থনীতি), সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক: মো. জিহাদ ইকবাল (ডিএসএম)।

কার্যকরী সদস্যরা: মো. ইমরান (পদার্থ বিজ্ঞান), আইনুল ইসলাম (অর্থনীতি), ফেরদৌস ইসলাম (এমসিজে), মো. সাগর জনি (অর্থনীতি), শাখিল হোসেন (জিডিএস), আবু বকর (ইইই), আল মাহমুদ আকাশ (ইইই)।

সাধারণ সম্পাদক মোঃ আরাফাত ইনজামাম আবির বলেন, “আত্মউন্নয়ন, দাওয়াহ, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের ভিত্তিতে মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বেরোবি গত দুই বছর ধরে ক্যাম্পাসে কাজ করছে। বর্তমানে আমাদের অন্যতম উদ্যোগ ‘প্রজেক্ট ইক্বরা’, যা প্রতি শুক্রবার বাদ আসর থেকে ইশা পর্যন্ত বেরোবি মূল ফটকের সামনে অনুষ্ঠিত হয়। মাসিক ও বাৎসরিক অন্যান্য কর্মসূচিও রয়েছে। নতুন দায়িত্বশীলদের সাথে নিয়ে এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইন শা আল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. জিহাদ ইকবাল বলেন, “নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ইসলামী মূল্যবোধে উজ্জীবিত শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করবে।”

ছাত্র উপদেষ্টা মণ্ডলী:
সোহেল রানা (ম্যাথ), শাহরিয়ার সোহাগ (ইইই), আবু সাইদ (ইইই), শরিফুল ইসলাম (ইইই), রুহুল মোয়াজ্জেম সজল (জিডিএস), জাহিদুর রহমান (ম্যানেজমেন্ট), রাহগীর মাহি (ম্যানেজমেন্ট), গোলাম রব্বানি (ইইই), মেহেদি হাসান রাকিব (ইইই), মোঃ আল মামুন রিফাত (ইইই), মাসুদুর রহমান মাসুদ (ইতিহাস), রাফি তালুকদার (জিডিএস)।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top