খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলায় একই দিনে সংঘটিত হয়েছে একাধিক হৃদয়বিদারক ঘটনা। এসব ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্কের পরিবেশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক ও সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে, শনিবার সকালে তজুমদ্দিন উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে মুনতাহা ও মনিফা নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকাহত পরিবার ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এছাড়া শনিবার বিকেলে তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একই দিনে একের পর এক এসব মর্মান্তিক ঘটনায় ভোলার সাধারণ মানুষের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।