৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পরশুরামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন, সর্বস্তরের মানুষের ঢল

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি:

ফেনীর পরশুরামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন সর্বস্তরের মানুষ।

৬ সেপ্টেম্বর (শনিবার) পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে এক বিশাল র‍্যালি করেন।

এতে সভাপতিত্ব করেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা হুমায়ুন কবির নোমানী। এতে সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ আলা উদ্দিন।

র‍্যালি শেষে পরশুরাম অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন।

এতে দলমত নির্বিশেষে শতশত মুসলমান অংশগ্রহণ করেন। র‍্যালিটি পরশুরাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পরশুরাম পৌর মেয়র আবু তালেব।

এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা নুরুল ইসলাম মজুমদার, সাবেক উপাধ্যক্ষ, মাওলানা মোঃ মোস্তফা, অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক মাওলানা মোঃ ইব্রাহিম মজুমদার,সুপার,মাওলানা সৈয়দ মীর আহামদ, মাওলানা ছলিম উদ্দিন, মাওলানা হাফেজ আবু বক্কর সিদ্দিক মজুমদার, মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল হক, প্রস্তুতি কমিটির আহবায়ক, মাওলানা এ কে এম ইমরান হোসেন, মাওলানা আলমগীর, মাওলানা নুরুল আমিন, মাওলানা শাহারিয়া, মাওলানা আবুল হাছান মামুন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল হাই, মাওলানা বাহাউদ্দিন, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ,মাওলানা মাইন উদ্দিন,মাওলানা ইমাম হোসেন,মাওলানা দেলোয়ার হোসেন, শামসুল আলম শাকিল প্রমুখ।

উপস্থিত বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, মিলাদ, সিরাত নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top